
পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবান জেলার লামা উপজেলায় ১৬০ জন মাকে সবজি বীজ প্রদান করেছে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
গত বৃহস্পতিবার থেকে রবিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত উপজেলার সরই, গজালিয়া, ফাইতং ও লামা সদর ইউনিয়নে সংস্থার ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় উপকারভোগীদেরকে এ বীজ প্রদান করা হয়। দেওয়া হয় বেগুন, চিচিঙ্গা, পুইশাক, কলমি শাক, ঢেড়শ, লাল শাক, তিতা করলা ও বরবটি বীজ। এছাড়া ইউরিয়া, টিএসপি ও এমওপি সারও প্রদান করা হয়।
এ ধারাবাহিকতায় রবিবার দুপুরে লামা সদর ইউনিয়নের বৈক্ষমঝিরিতে বিনামূল্যে এ সবজি বীজ প্রদান উদ্বোধন করেন প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।
এ সময় প্রকল্পের সিএনএইচপি ও পুষ্টি আপারা উপস্থিত ছিলেন। মা’দের মধ্যে সবজি বীজ প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, এর আগে গত ৯ মাস ধরে উপজেলার ৪টি ইউনিয়নে ৮টি দলের ১৬০জন উপকারভোগীকে স্বাস্থ্য বিষয়ক ধারণা দেওয়া হয়।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]