
প্রতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় ধসে প্রাণহানিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, একই সাথে শীত মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এ পাহাড় ধস ও অগ্নিকান্ড থেকে রক্ষায় দুর্যোগ প্রস্তুতির এক সচেতনতামূলক মহড়ার আয়োজন করে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
২৯ ডিসেম্বর, রবিবার দুপুরে ইউএসএআইডি’র অর্থায়নে গ্রাউস ও কেয়ার বাংলাদেশ-এর বাস্তবায়নে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি নুনারঝিরি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। সংগঠনের এমপিডিএস প্রকল্পের আওতায় মহড়ায় সার্বিক সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল পাহাড় ধ্বস, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও জুম চাষের উপর সচেতনতামূলক দুর্গম প্রস্তুতি মহড়া উপস্থাপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শাহনাজ পারভিনের সভাপতিত্বে ও প্রকল্পের মাঠ কর্মকর্তা আবুল হাসেমের উপস্থাপনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা সদর ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু সুূিফয়ান। এতে প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা মুনলিয়াম বম, প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় শতাধিক নারী পুরুষ সচেতনতামূলক এ মহড়া উপভোগ করেন।
এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, মূলত পাহাড় ধ্বস, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও জুম চাষের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহড়ার আয়োজন। এটিকে ধারণ করে কাজে লাগালে পাহাড় ধস ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকাংশে রেহাই পাবেন পাহাড়ে বসবাসকারীরা ।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]