বিজয়নগরে দুই দোকানে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
বিজয়নগরে দুই দোকানে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আমতলী বাজারে আগুন লেগে জুতার গুদাম ও একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫-৬ লক্ষ টাকা হবে বলে মালিকরা জানান।


২৯ ডিসেম্বর, রবিবার রাত অনুমান ১২টা ৫মিনিটে আমতলী বাজার মকবুল মার্কেট জহিরুল ইসলামের কাপড়ের দোকান ও মরিয়ম সুজ এর জুতার গোডাউনে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, রাত ১২:১০ মিনিটে খবর পেয়ে অতি দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই, যেহেতু রাতের বেলা যানজট ছিল না পৌঁছাতে সময় কম লেগেছে। ঘটনাস্থলে দুটি দোকানে আগুন দেখে শাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছি।


তিনি অভিযোগ করে বলেন, প্রত্যেকটা বাজারে আশেপাশে পুকুর থাকা জরুরি, পানি সংকটে ভুগেছি তবু আমাদের রিজার্ভ পানি ও লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যেহেতু এটা বড় মার্কেট আগুন ছড়াতে সুযোগ পায়নি, তাই এই নিয়ন্ত্রণকে সফলতার চোখে দেখতেছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তিনি ক্ষতির পরিমাণ ৩-৪ লাখ টাকা হবে ও আগুনের উৎপত্তি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করেন।


বিবার্তা/আকঞ্জি/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com