দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


২৮ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।


খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের জনস্রোতে কর্মীসভা জনসমুদ্রে পরিণত হয়।


কর্মী সভা শেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়।


কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথা। সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুনর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমবেত হতে পারি নাই, আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য এক আছি এবং এক থাকবো। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিল, ১৭ বছর যারা হামলা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিল, আমরা তাদের চিনি এবং জানি। আমরা ওয়াদা করছি তাদের কে নিয়েই কমিটি গঠন করবো।


প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত ৫আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ। দীর্ঘ ১৭ বছর কথা বলতে না দেয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জনসমাগম।


তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালো বাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাঁড়াতে চাই। আর সেই বার্তা পৌঁছে দেয়ার জন্য আমাদের আগমন।


কর্মীসভায় শেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।


বিবার্তা/শরীফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com