
ডিসেম্বর মানেই বাংলাদেশিদের কাছে এক অবিস্মরণীয় মাস। এই মাসে পাক হানাদার বাহিনী থেকে বিজয় লাভ করে এই জাতি। বিজয়ের এই মাসটি স্মরণীয় করে রাখতে গত ১২ বছর ধরে একদিন এক নারী চিকিৎসক ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। শুধু তাই নয়, রোগ নির্ণয়ে পরীক্ষায় টাকা নেওয়া হয় অর্ধেক। এই একটি দিন তিনি সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
৯ মাস যুদ্ধের পর ডিসেম্বর মাসের ১৬ তারিখে বিজয় লাভ করে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
বিজয়ের এই দিন বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। এই একটি দিনকে স্মরণীয় করে রাখতে গত এক যুগ ধরে ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক শারমীন সুলতানা ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার মালিকানাধীন বেসরকারি হাসপাতালে তিনি সেবা প্রদান করেন।
তিনি এই একটি দিন সকাল থেকে রাত পর্যন্ত তিন শতাধিক রোগী বিনা মূল্যে সেবা প্রদান করেন। রোগীদের পরীক্ষা নিরীক্ষায় অর্ধেক ফি নিয়ে থাকেন। পাশাপাশি গরীব অসহায় রোগীদের বিনা মূল্যে ঔষধও প্রদান করেন তিনি। তার এই উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।
ছাত্রজীবন থেকে বিভিন্ন সেবামূলক কাজে তৃপ্তি খুঁজে পান ডা. শারমিন সুলতানা। বিশেষ করে দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে অনাবিল প্রশান্তি পান তিনি। সেই প্রশান্তিতে অবগাহনের চিন্তা থেকেই পেশাগত জীবনের পাশাপাশি লাখো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই একটি দিন ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি।
এরই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে প্রতি ১৬ ডিসেম্বরে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন এ চিকিৎসক। একই সঙ্গে এদিন সম্পাদন করেন একাধিক রোগীর
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]