ভারতীয় খাসিয়ার গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০১
ভারতীয় খাসিয়ার গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামে বাংলাদেশি আরও এক যুবকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলার দমদমীয়া সীমান্ত ১২৬১ পিলার এলাকায় ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।


নিহত সবুজ মিয়া বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল সীমান্তবর্তী পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে খাসিয়ার গুলিতে মারুফ আহমদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ওই তরুণ উপজেলার কেন্দ্রী ঝিঙাবাড়ি গ্রামের সাহাবুদ্দিন ছেলে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।


দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এদিকে, খাসিয়ার গুলিতে সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় নিহতের বাবা আবুল হোসেন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় উদ্ধার করতে পারেনি পুলিশ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com