
চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট থেকে ২০ স্বর্ণের বারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর আসনের নিচ থেকে এসব বার উদ্ধার করা হয়। ২ কেজি ৩০০ গ্রাম ওজনের এসব বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতরে অভিযান পরিচালনা করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় বিমানের ৯ জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে লুকানো ছিল। উদ্ধার করা সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে ওই যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]