
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম ওরফে হরলুজা বেগমের মাথা কেটে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
২৫ ডিসেম্বর, বুধবার নিহতের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে আটক ফারহান রনিকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।
ফারহান রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শাহনেওয়াজ ভুঁইয়া শানুর ছেলে।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। আজ বুধবার বিকেলের মধ্যে তাকে আদালতে হাজীর করা হবে। এসময় বিজ্ঞ আদালতে পাঁচদিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার আখাউড়া উপজেলার গাজীর বাজার গ্রামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় হরলুজা বেগমকে মাথা কেটে আগুনে পুড়িয়ে হত্যা করে ফারহান রনি।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]