লক্ষ্মীপুরে
চুরির অপবাদে যুবককে জনসম্মুখে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
চুরির অপবাদে যুবককে জনসম্মুখে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে নাকে খত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেরাল উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে বাজারের কয়েকজন ব্যবসায়ী।


ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে। এ ঘটনার পর এলাকা ছাড়া হওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। এসময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।


কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ (টাকার বাক্স) থেকে টাকা চুরির চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। পরবর্তীতে আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি। আর নাকে খত দেওয়ার বিষয়টি হচ্ছে, সুমন নামের একজন বলেছেন এবং অন্যদের সমর্থনে সেটি করেছেনও। তবে এটি ঠিক হয়নি। কিন্তু ঘটনাটি এমন পর্যায়ে ছিল, আমি নাকে খত দেওয়ার বিষয়টি সম্পন্ন নিষেধ করতে পারিনি। কারণ সেখানে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ছিলেন, স্থানীয়রাও ছিলেন। বরং আমি ঘটনাস্থলে যাওয়াতে অভিযুক্ত সেইভ হয়েছে, না হয় আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনো নজরে আসেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com