
মোবাইল আসক্তি নয় মনোযোগী হতে হবে খেলাধুলায় মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট এ খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ছে প্রজন্ম ক্লাব। ৫ উইকেটে অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্ট এ খেলায় জয়ের চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে প্রজন্ম ক্লাব।
এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, খেলাধুলার কোন বিকল্প নেই। তাই শিক্ষা,স্বাস্থ্য ও খেলাধুলাসহ প্রতিটি সেক্টরের অগ্রগতি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,নিটল মনি চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য পরিমল কর্মকার এতে উপস্থিত ছিলেন।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]