
বান্দরবান জেলার লামা উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে জাহেদ উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে লামা পৌরসভা এলাকার রাজবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। জাহেদ উদ্দিন রাজবাড়ী গ্রামের বাসিন্দা মো. দুলালের ছেলে।
জানা যায়, সোমবার দিনগত রাত ৯টার দিকে জাহেদ উদ্দিন স্ত্রী রোজিনা বেগমের কাছে কিছু টাকা চায়। স্ত্রী রোজিনা বেগম টাকা নেই বলে জানালে জাহেদ উদ্দিন অভিমান করে ঘর থেকে বের হয়ে যান। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনের একটি কড়ই গাছের ঢালে জাহেদ উদ্দিনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. এনামুল হক বলেন, জাহেদ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]