চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝের চরে জাহাজে খুন হওয়া ৭ ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


২৪ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডে লাশ ঘরের পাশে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ২০ হাজার টাকার চেক ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নগদ ১০ হাজার টাকা প্রত্যেক পরিবারের অভিভাবকের হাতে তুলে দেন।


এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়া সারবাহী এমভি আল বাখেরা নামক জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ হাসপাতালে নিয়ে আসে।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৭ জনের মরদেহ স্বর্ণখোলা মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের তত্ত্বাবধানে ৭ জনের সুরতহাল ও ময়না তদন্তের কাজ সম্পন্ন হয়।


হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন- জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া (৬০), সুকানি আমিনুল মুন্সী (৪০), লস্কর শেখ সবুজ (৩৫), লস্কর মো. মাজেদুল (১৬), লস্কর সজিবুল ইসলাম (২৬), ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন (৪০) ও বাবুর্চি কাজী রানা (২৪)।


চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিকেলে আমরা নিহত ৭ ব্যক্তির মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি। এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান, কোস্টগার্ড, নৌ পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি করে দিয়েছি। এই কমিটি আমাদেরকে ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com