
ফেনীতে ১১৪ বোতল বিদেশি মদ ও ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭'র মিডিয়া উইং।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর, মঙ্গলবার ভোরে ফেনী জেনারেল হাসপাতাল মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব-৭ এর একটি দল। সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালায় র্যাবের সদস্যরা। ওই গাড়ি থেকে ১১৪ বোতল বিদেশি মদ ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়ীটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এসময় গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন, শাকিল ইসলাম (১৯), শরিফ উদ্দিন সোহেল (৩০) ও মো. রাজু (১৮)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক রবিউল হাসান সরকার বলেন, তারা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় ডিলারদের কাছে বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]