৭ জাহাজ শ্রমিক হত্যার ঘটনায় টিইউসির প্রতিবাদ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫
৭ জাহাজ শ্রমিক হত্যার ঘটনায় টিইউসির প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের হাইমচর ঈশানবালা এলাকায় সোমবার (২৪ ডিসেম্বর) মেঘনা নদীতে মেসার্স বৃষ্টি এন্টার প্রাইজের আল বাখারা নামক একটি জাহাজের চালকসহ ৭ জন জাহাজ শ্রমিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।


এক বিবৃতিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।


নেতৃবৃন্দ বলেন, নৌপথ অপেক্ষাকৃত সাশ্রয় ও নিরাপদ মনে করে দেশের নিত্যপণ্যের একটা বড় অংশ প্রতিনিয়ত নৌরুটে জাহাজে করে আনা নেয়া হয়। কিন্তু এই বর্বরোচিত হত্যাকাণ্ড বুঝিয়ে দিয়েছে নৌ—শ্রমিকদের জীবনের নিরাপত্তাসহ নৌপথের নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি কতটা প্রকট।


নেতৃবৃন্দ অবিলম্বে নৌ-পথের নিরাপত্তা জোরদার এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com