সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩
সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।


১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত নাহিদ উপজেলা’র সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা একই এলাকার আরো দুইজন আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪) আহত হয়।


গত ১৩ দিন আগে নিহত নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছে। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।


দুর্ঘটনার ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন এবং সঙ্গে থাকা তার বন্ধু জুনায়েদ মিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।


বিবার্তা/আকঞ্জি/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com