
ইন্দুরকানী উপজেলা সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, একটি সমাজে সকলে ঐক্যবদ্ধ থাকলে সমাজের দুর্নীতি,চাঁদাবাজি, লুটতরাজ দূর করা সম্ভব হবে। দেশে আগে হাসিনার দোসরদের সরিয়ে দেওয়ার পরে নির্বাচন। নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছেন। আগে রাষ্ট্র সংস্কার হোক তারপর নির্বাচন চাই। কারণ, শেখ হাাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন যেই লাউ সেই কদু।
তিনি বলেন, আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চাই। আসুন আমরা অল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রা.) তার জীবনের বিনিময়ে যে স্বপ্ন তিনি রেখে গেছেন আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই।
১১ ডিসেম্বর, বুধবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশের কাছেই আছেন। আপনার সাহস থাকলে আপনি বাংলাদেশে আসুন। আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন। আপনার বানানো ট্রাইবুনালেই আপনার বিচার হবে। সকল শহীদ পরিবারের সামনে আপনার ফাঁসি হবে।
সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাওলানা আ. হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল প্রমুখ। এর পরে জিয়ানগর উপজেলার শ্রমিক ফেডারেশনের মো. মামুন হাওলাদার সভাপতি মো. মাহবুবুর রহমান সাধারন সম্পাদক ও মো. মোস্তফা হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]