টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:২১
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মিয়ানমারে সংঘাতের কারণে এ ঘোষণা করা হয়েছে।


বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে সেন্টমার্টিনে।


তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছিল সীমান্ত এলাকার জেলেদের মাঝে। এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com