ব্রাহ্মণবাড়িয়ার
লংমার্চ ঘিরে আখাউড়ায় প্রস্তুতি ও কড়া নিরাপত্তা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪
লংমার্চ ঘিরে আখাউড়ায় প্রস্তুতি ও কড়া নিরাপত্তা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার (১১ ডিসেম্বর) আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গসংগঠন।


যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে লংমার্চটি ঢাকা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে উপস্থিত হবে।


ইতিমধ্যে স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে লংমার্চ শেষে করে দুপুর তিনটায় সবাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে চলছে প্যান্ডেল নির্মাণ, মাইক ফিটিংসসহ যাবতীয় প্রস্তুতির কাজ। সমাবেশে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।


লংমার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশ জেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।


এ দিকে সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ভাবেই যাতে আইনশৃঙ্খলার পরিস্থির অবনতি না হয়। কঠোর নজরদারি রয়েছে।


লংমার্চকে কেন্দ্র করে আখাউড়া স্থল বন্দরে আমদানি - রপ্তানিতে কোন বিরূপ প্রভাব পড়ে নি। সকাল ১৫ টি ট্রাকে করে হিমায়িত মাছ, শুটকিসহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে।


সুলতানপুর ৬০ বিজির সিইউ লে: কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান,সীমান্তে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে। সব স্থানে প্রস্তুতি রয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com