কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।


১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকালে উপজেলার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।


কাউখালী প্রগতি স্পোটিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আমরা কমল ও লাঙ্গুলী সাহাপুরা সমাজকল্যাণ ক্লাব অংশ নেয়।


ডে নাইট এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, প্রগতি ক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাফিউল আযম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন প্রমুখ।


বিবার্তা/রবিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com