
রাজবাড়ীর কালুখালীতে রসুন খেত থেকে কদম আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতালা ঠান্ডু মৃধার রসুন খেত থেকে মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত কদম আলী শেখ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ওয়ার্ডের সাবারিয়াপাড়া গ্রামের মৃত ওসমান শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের বড় মেয়ের জামাই বিল্লাল জানায়, তার শ্বশুর কদম আলী গতকাল বিকেলে নিজের খেতের সবজি বিক্রি করতে পার্শ্ববর্তী হরিণবাড়িয়া বাজারে। দিন শেষে রাত গভীর হয়ে গেলেও কদম আলী বাড়িতে না ফিরলে সবাই চিন্তায় পড়ে যায়। পরে তার বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হলে মাঠের মধ্যে একটা রসুন খেতে তার মৃতদেহ দেখতে পায়।
তিনি আরও বলেন, আমার ছোট শালিকা (নিহতের মেয়ে) মোছা. পুন্নি আক্তারের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ি এলাকার আমির আলী শেখ এর ছেলে আলমগীর হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য আলমগীর ও তার পরিবারের লোকজন পুন্নিকে (শালিকা) মারপিট করতে থাকে। পরে আমার শশুর কদম আলী শেখ (নিহত) তাদের দাবির ৩ লক্ষ টাকা পরিশোধ করে। এর পর ওই পরিবারের সবাইকে আমার শ্বশুরবাড়ি দাওয়াত করে আনলে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবাইকে (শ্বশুরবাড়ির) মারপিট করে। তারা ক্ষমতা দাপট দেখিয়ে আমার শশুরে নামে মামলা দায়ের করে। এই ঘটনার পরে গত ৩০ অক্টোবর আমার শাশুড়ি মোছা. কাকলী বেগম কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমাদের ধারণা তারা পরিকল্পিতভাবে অতীতের ঘটনার জের ধরে হত্যা করে মাঠে ফেলে রেখেছিল।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃতদেহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।তবে তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]