ধর্মপাশায় ব্রি ধান-১০৩ ধান ফসল কর্তনের উৎসব
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬
ধর্মপাশায় ব্রি ধান-১০৩ ধান ফসল কর্তনের উৎসব
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ‘ব্রি ধান-১০৩’ এর ফসল কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে।


১০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের কৃষক সিদ্দিক মিয়ার জমিতে উৎপাদিত ব্রি ধান-১০৩ ধান কেটে ফসল কর্তন উৎসব করা হয়।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল চৌধুরী, সাংবাদিক এনামুল হক, শহীদুল ইসলাম শাহীনসহ কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।


কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার বলেন, ব্রি ধান-১০৩ ধান এ আধুনিক উফশী ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। ধানের দানা লম্বা ও চিকন। গতবছর এ ধানের জাত অবমুক্ত করা হয়েছে। এ বছর কৃষকের মাঠে আমন মৌসুমে এ ধান সবচেয়ে বেশি ফলন দিয়েছে।


বিবার্তা/শহীদুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com