
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার জংগল ইউনিয়নের ঢোলজানি বাজারের অনুমোদন হীন সার ব্যবসায়ী দয়াল চন্দ্রকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, কৃষি বিপণনের লাইসেন্স না থাকা ও কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে চায়াল চন্দ্র নামে এক সার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]