
'নারী-কন্যার সুরক্ষা করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সমকাল প্রতিনিধি এনামুল হক, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান, অনিন্দিতা দাস, তথ্যসেবা কর্মকর্তা বিথি সরকার,লংকাপাথারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়তী রানী তালুকদার প্রমুখ।
পরে ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে সফল জননী নারী হিসেবে মাজেদা আক্তারের পক্ষে তাঁর ছেলে এরশাদুল হক সম্মাননা স্মারক গ্রহণ করেন। অন্যান্যের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেসমিন আক্তার খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে তানজিলা চৌধুরী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান থাকায় সুপ্তা রানী দাসকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]