ফেনীতে ১০ লাখ টাকার মাদকদ্রব্যসহ মো. মোস্তাক (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব।
৬ ডিসেম্বর, শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকার মদিনা অটো গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর শনিবার (৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে র্যাব সদস্য তাকে আটক করা হয়। আটককৃত মোস্তাক কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকার বাসিন্দা। এসময় প্রাইভেট কার থেকে ৩৯৯ বোতল ফেন্সিডিল ও ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এঘটনায় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার পৌঁছে দিতেন মোস্তাক। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]