টাঙ্গাইলে অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫
টাঙ্গাইলে অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাইভেট পড়তে যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।


৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯ টার দিকে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোবিন্দাসী এলাকায় দুলাল হোসেন চকদারের গরুর খামার নামকস্থানে এ ঘটনা ঘটে।


নিহত শাহরুখ আকন্দ নাবিল জেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।


আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। তারা তিনজনই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে তিন বন্ধু যমুনা সেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামার নামকস্থানে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।


এতে তিনজনের মধ্যে একজন মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


এ ঘটনায় ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com