
'ক্রীড়াই শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে 'বুলবুল মাষ্টার ভলিবল টুর্নামেন্ট-২৪' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খেলার আয়োজক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম (বুলবুল), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (মাষ্টার), অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মনোয়ার হোসেনসহ আরও অনেকে।
ভলিবল টুর্নামেন্টের আয়োজক বুলবুল মাষ্টার বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দূরে সরিয়ে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আজকের উদ্বোধনী খেলায় পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার নিকরদিঘী একাদশ বনাম নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর একাদশ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে নিকরদিঘী একাদশ ২-১ জয় লাভ করে।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]