রাণীনগরে সাংবাদিক ও আরেক সাংবাদিকের পিতার মৃত্যু
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৮:২৯
রাণীনগরে সাংবাদিক ও আরেক সাংবাদিকের পিতার মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। মিল্টন খন্দকার উপজেলার চকমুনু গ্রামের খাজা নিজাম উদ্দীনের ছেলে।


এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের পিতা হারান চন্দ্র স্যন্নাসী (৯০) মারা গেছেন। নিজ বাসভবনে মারা যান তিনি। হারান চন্দ্র উপজেলার শীবের মাধাইমুরি গ্রামের বাসিন্দা।


মিল্টন খন্দকারের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে ওয়াজ মাহফিল শুনে নওগাঁ সদরে বোনের বাসায় যান। রাত অনুমান পৌনে ১২টা নাগাদ হঠাৎ অসুস্থ্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।


শুক্রবার বাদ জুম‘আ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী বাবা-মা-ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


অপর দিকে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র জানান, দীর্ঘ দিন ধরে তার পিতা হারান চন্দ্র শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজ বাসভবনে মারা যান। এদিন বিকেলে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এদিকে মিল্টন খন্দকার ও হারান চন্দ্রের মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ সদস্যবৃন্দ শোকাহত পরিবারদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


বিবার্তা/সাহাজুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com