
পিরোজপুরের নাজিরপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়ের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানা অফিসার ইনর্চাজ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মে. ইস্রাফিল হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া, প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, নিহত পরিবারের সদস্য বৃন্দসহ এসময় বক্তব্য রাখেন।
বক্তব্যে শহিদ হাফিজুল ইসলামের ভাই বলেন, সবচেয়ে পরিতাপের বিষয় আওয়ামী লীগ সরকারের আমলে যে হায়নার দল ছাত্র-জনতার উপরে হামলা করেছে তারা নিরবিঘ্নে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় ঘুরে বেড়াচ্ছে।
বিবার্তা/মশিউর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]