
বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের ঘটনায় ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
এর আগে, বুধবার (২০ নভেম্বর) ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে জিম্মি তরুণীকে উদ্ধার করা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।
গ্রেফতার যুবদল নেতা ইমরান রুপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুইজনকে রূপাতলী থেকে জিম্মি করেন যুবদল নেতা ইমরান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইমরানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী। বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতয়ালী থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে রূপাতলী এলাকায় ব্যাপক চাঁদাবাজি, শ্রমিক মারধর করার মতো অভিযোগ আছে। এছাড়া রূপাতলী এলাকার মাদক সিন্ডিকেটও তার দখলে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]