
পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা নদীর রাবার ড্যাম চত্বরে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আয়োজন উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
পরে রাবার ড্যাম চত্ত্বরে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]