
পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিল। গতকাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুষার (২০) কে জবাই করে হত্যা করা হয়। সে পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
এছাড়া, শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হয়।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টায় ৫-৭ জন একটি সাদা প্রাইভেট কার নিয়ে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণের সামনে অবস্থান করে। মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী উর্মি খাতুন আরইসি প্রশিক্ষণ অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসামাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলে গাড়ি কাছে নিয়ে যায় এবং গাড়িতে থাকা ৪-৫ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপহরণকারী মাহিনরে মা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। উর্মি খাতুনকে উদ্ধারে কাজ চলছে।
বিবার্তা/পলাশ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]