
নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আজানের পর ধুপইল এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় মেহগনি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা ওসি মো. নুরুজ্জামান বলেন, ঠিকাদার মজিবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে ওই ব্যক্তিদের পাওনা টাকার চাপেই মজিবর আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, মজিবর চিরকুটে দাবি করেন, পাওনা টাকা পরিশোধের পরও তারা টাকার জন্য চাপ প্রয়োগ করছিল। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]