
রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে বিড়ালদহ কলেজ মাঠে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ আকবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্যার এ এফ রহমান হল শাখার সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.এস.এম. আব্দুল্লাহ্, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জামিল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা খান বাবু, যুগ্ম আহ্বায়ক ইমরান হক রুবেল, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া প্রমুখ।
বিবার্তা/সোহানুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]