
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, ১ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করেছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. বাপ্পী চৌধুরী রনি (৪২), ছাত্রলীগ কর্মী মো. সুজন (২৬), আওয়ামীলীগ কর্মী মো. শাহজাহান আলী (৪৫), যুবলীগ কর্মী মো. নান্টু (৩৬), নওহাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. মোবারক আলী (৬০) ও আওয়ামীলীগ কর্মী মো. আশরাফুল হক কনক (৪০)।
বাপ্পী চৌধুরী রনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। সুজন বোয়ালিয়া থানার হোসনীগঞ্জের এলাকার মৃত সোহেল রানার ছেলে। শাহজাহান আলী কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত জাহিদের ছেলে। নান্টু রাজশাহী জেলার চারঘাট থানার কেডাঙ্গা গ্রামের ইনতাজ আলীর ছেলে, মোবারক আলী পবা থানার নওহাটা সাহাপাড়ার মৃত করিম মন্ডলের ছেলে ও আশরাফুল হক কর্ণহার থানার বিলধর্মপুরের আ. সাত্তারের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]