হাকিমপুরে হিলি উদ্যোক্তা পরিষদের অফিস উদ্বোধন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:২৯
হাকিমপুরে হিলি উদ্যোক্তা পরিষদের অফিস উদ্বোধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সততার সাথে আত্মবিশ্বাসের পথে’ এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেকার শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আনন্দ মুখর পরিবেশে ‘হিলি উদ্যোক্তা’ পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।


১৫ নভেম্বর, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ এর মেইন গেটের সামনে কেক কেটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অফিসটি উদ্ভোধন করা হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পরিচয় ও কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।


পরে হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সফল উদ্যোক্ত ট্রেইনার মোসা. আমেনা আক্তার শাহাজাদী।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, হিলি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা মোছা. মেরিন মোস্তফা, বগুড়া মরিয়ম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. রাকিব হাসান, মোফাজ্জল হোসেন, হিলি উদ্যোক্তার নবনির্বাচিত সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, হিলি উদ্যোক্তা সদস্য আনারুল আলমসহ হিলি উদ্যোক্তার সকল সদস্যগণ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার পারভীন লিপি।


আলোচনা সভা শেষে হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটির সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা সহ ১৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।


বিবার্তা/রব্বানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com