সিলেটে মিষ্টির দোকানে কোম্পানির ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে চারজন আহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্টে মিষ্টি বিক্রয়কারী কোম্পানি স্বাদের শাখা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
তিনি বলেন, দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]