ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্ত ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯৫/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান হতে অবৈধভাবে ভারতে গমনকালে ওই ব্যক্তিকে আটক করে।
আটককৃত বাংলাদেশি নাগরিক হলেন, শ্রী পলাশ চন্দ্র দাস (৩০),কুমিল্লারহোমনা উপজেলার দুলালপুর বাজার, চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশ্যে গমন করার সময় (১২ নভেম্বর) ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। তার নিকট হতে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ৪,৪৩০ টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া যায়।
পরবর্তী আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীসহ মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং বিদেশি মুদ্রাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]