সুনামগঞ্জের ধর্মপাশা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বীজ ধান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া, গণমাধ্যমকর্মী মো. শহীদুল ইসলাম ও উপকারভোগী কৃষকগণ।
উল্লেখ্য আসন্ন রবি মৌসুমে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনার হাইব্রিড বীজ ধান প্রদান করা হয়।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]