খাগড়াছড়িতে এমএন লারমা ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় 'পার্বত্য চট্টগ্রাম নিয়ে তালবাহানা করা হচ্ছে' অভিযোগ এনে, পাহাড় নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন বক্তারা।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে জুম্ম জাতির অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমার সভাপতিত্বে সাধারন সম্পাদক ভোলাস ত্রিপুরা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অংশুমান চাকমা।
বিশেষ অতিথির শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তেুাষিত চাকমা (বকুল), সমাজসেবক রবি শংকর তালুকদার,ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, জেএসএস (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি ইন্ধু বিকাশ কারবারিসহ নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুল তলায় এলাকায় জেএসএস এর নিজস্ব কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করে সংগঠনটি। এর আগে সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপড়াস্থ সূর্য্য শিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরি করে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]