
মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তার চুরি করার সময় চার চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের গণ-পিটুনি দিতে থাকে জনতা। তবে তাদের প্রাণ বাঁচাতে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান। পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় একজন কলার জানান- মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তারসহ সন্দেহভাজন চারজন চোরকে আটক করে রাখা হয়েছে। এখন উত্তেজিত লোকজন তাদের উত্তম-মধ্যম দিচ্ছেন। চোরদের আইনের কাছে সোপর্দ করার জন্য কলার দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
কলারের তথ্য মোতাবেক ঘটনাস্থলে গিয়ে চারজন সন্দেহভাজন চোরকে আটক করে ও চোরাই তার উদ্ধার করে।
তারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন— সেলিম মিয়া(২৪), তোফায়েল (২৪), রুবেল মিয়া(২৫) এবং রাজিব মিয়া (২৫) ।
এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]