
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শ্রী শ্রী কালী মন্দিরে একটি পিতলের মূর্তি চুরি হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্দিরের সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু বাদী হয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুরে ধর্মপাশা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ধর্মপাশা থানার কয়েকশ গজ উত্তরে ও ধর্মপাশা-মধ্যনগর সড়কের পূর্ব পাশে এ মন্দিরটির অবস্থান।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মন্দিরের সেবায়িত যোগেস চন্দ্র সরকার পূজা কাজ শেষে মন্দিরটি তালাবদ্ধ করে চলে যান। পরে বুধবার (৬ নভেম্বর) সকালে পূজা দিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা। এসময় তিনি মন্দিরের ভেতরে গিয়ে দেখেন পিতলের কালী মূর্তিটি নেই। যার মূল্য প্রায় ২৫-৩০ হাজার টাকা। এমনকি ভেতরে রাখা একটি ছোট আলমারির তালা খোলা এবং বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]