
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মো. মোশারফ হোসেন লিটন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন লিটন ঐ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়ির বসতঘরের সাথে গরুর ঘরে খাবার দিতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শব্দে স্ট্রোক করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আসলেই দুঃখজনক ও মর্মান্তিক। আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিবার্তা/শাহীন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]