
সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে প্রমোদ পাল নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৫ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীতে এ ঘটনা ঘটে।
প্রমোদ পাল স্থানীয় বাদশাগঞ্জ বাজারের চুন ব্যবসায়ী ও সলপ গ্রামের মৃত পদ্ম পালের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রমোদ ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে আরও একজনকে সাথে নিয়ে বাড়ির সামনে মনাই নদীতে গোসল করতে যায়। প্রমোদ পানিতে নেমে ডুব দিয়ে নিখোঁজ হয়। এ সময় সাথে থাকা ব্যক্তি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও প্রমোদকে পাওয়া যায় নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুপুর পৌনে বারোটার দিকে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সারোয়ার আলম খানের নেতৃত্বে প্রমোদকে উদ্ধার করে।
সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ আহমেদ খোকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]