নদীতে গেলে সংসার চলে না
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:০৯
নদীতে গেলে সংসার চলে না
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রজননের জন্য ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকার পর আশা নিয়ে নদীতে গিয়েও কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পরায় হতাশ ভোলার ২ লক্ষাধিক জেলে। ওঠছে না তেল খরচও। এদিকে আড়তে ইলিশের সরবরাহ কম থাকায় মোকামের দাদন নিয়ে চিন্তিত আড়তদাররা।


গত ৩ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকেই ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নামেন জেলেরা। কিন্তু নদীতে মাছ শিকারের জন্য নেমে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশা নিয়ে তীরে ফিরে আসছেন জেলেরা।


ভোলার মেঘনা-তেতুলিয়ার বিভিন্ন এলাকার নদীতীর ও কয়েকটি মাছঘাটে দেখা গেছে, জেলেরা নদীতে ইলিশ শিকারে নেমেছেন। আবার কেউ কেউ ইলিশ বিক্রির জন্য ঘাটের আড়তগুলোতে নিয়ে আসছেন। আড়তে ইলিশ বিক্রির পর খরচের হিসেব মেলাতে গিয়েই তাদের মাথায় হাত। কারো ট্রলারের তেলের খরচই ওঠেনি, আবার কেউ ভাগে পেয়েছেন মাত্র ২০০ টাকা।


মো. হারুন নামে এক জেলে বলেন, রাতে গাঙ্গে গিয়ে দুপুর বেলায় আসছি। ঘাটে মাছ বিক্রি করে ২০০ টাকা করে সবাই ভাগে পাইছি। এখন নদীতে গেলে আমাদের সংসারই চলে না।


মেঘনা-তেতুলিয়ায় পাঙাস মাছ শিকার করেন জেলে মো. মোসেলেম। তিনি বলেন, আমরা ৩ জন জেলে গাঙ্গে গেছি। দেড় হাজার টাকা খরচ হইছে। কিন্তু একটা মাছ ও পাইনি, খুব লসে আছি।


আড়তদার মো. ইমতিয়াজ বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আমরা আড়ৎ খুলছি। জেলেরাও নদীতে গেছে। গত বছরের তুললায় এ বছর অভিযানের পর ইলিশ তিন ভাগের একভাগ ও নেই। ইলিশের সরবরাহ কমের কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ।


ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সামনে পূর্ণিমা আসছে। পূর্ণিমা শুরু হলে ইলিশ ফের নদীতে আসবে। ইতোমধ্যে যে ইলিশ নদীতে ডিম ছাড়তে এসেছে সেগুলো সাগরে ফিরে গেছে। যার কারণে জেলেদের জালে কম ইলিশ ধরা পরছে। তবে সামনের গোন থেকে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাবে বলেও আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com