
পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি মো. কামাল (৪০) এবং একই এলাকার শ্রমিক আবু বকর মৃধা (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে একটি দোকানের সংস্কার করছিলেন তারা। কাঠের অবকাঠামো নির্মাণের সময় হঠাৎ ওই দোকানের দেয়াল ধসে দুজন চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
মহিপুর থানার ওসি মো. নোমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]