
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ১৪ পুরিয়া গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১ নভেম্বর, শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের দীনবন্ধুর উঠান থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারিরা হলেন উপজেলার বাসাউড়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে নয়ন সরকার (২৪), বাট্টা গ্রামের মৃত উপেন্দ্র সরকারের ছেলে দীনবন্ধু সরকার (৬৮), ঘাসি গ্রামের রাজকুমার সরকারের ছেলে কাজল সরকার (৩০) ও নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গুটমন্ডল গ্রামের মো. আঃ সালামের ছেলে রাসেল মিয়া (৩০)।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, উনাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]