
'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর, শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।
বর্ণাঢ্য র্যালির শেষে হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির মান্নু, প্রাণী ও মৎস্য সম্পসারণ কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম,বালিপাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ওবাইদুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব অদিপ্তরের কর্মকর্তা মো. জাফর আহমেদ। পরে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]