
চট্টগ্রামে একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরের খুলশী থানা এলাকার সজিব জুস ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আমরা সজিব জুস ফ্যাক্টরিতে আগুন লাগার খবর জানতে পারি। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]