ধর্মপাশায় ৮ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৩
ধর্মপাশায় ৮ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বাদশাগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।


দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নুর জাফরের ছেলে রুমান মিয়া, আবুল কাশেম চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী,পাইকুরাটি গ্রামের মানিক দে'র ছেলে উত্তম দে, জালাল মিয়ার ছেলে মানিক মিয়া,বরইহাটি গ্রামের শামছু মিয়ার ছেলে হৃদয় মিয়া, আঃ ছাত্তারের ছেলে জালাল মিয়া,ছানা মিয়ার ছেলে জুয়েল মিয়া, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে হায়জুল মিয়া।


এদের মধ্যে রুমান মিয়াকে ১০ দিনের ও বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের পাশে গণ্ডাবের নামক স্থানে ওই জুয়ারিরা সংঘবদ্ধ হয়ে জুয়ার আসর বসায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সামাজিক সংগঠন বৌলাম নবজাগরণ যুব সংঘের কয়েকজন সদস্য সেখানে যান এবং জুয়া খেলার ভিডিও চিত্র ধারণ করার পাশাপাশি জুয়ারিদের আটক করে চকিয়াচাপুর গ্রামের সামনে নিয়ে যায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। এ খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ সেখানে গেলে আটক জুয়ারিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সন্ধার পরে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের জুয়ারিদের কারাদণ্ড দেন।


বিবার্তা/শহীদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com