
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে সাংবাদিকদের আটক করা হচ্ছে অভিযোগ তুলে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে "খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন" এর সভাপতি প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে কেইউজে ও পেশাজীবী সাংবাদিকরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের বিএনপি অফিসের সম্মুখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একুশের টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা।
এ সময় বক্তারা গত ৫ আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর উদ্দেশ্যমূলক ভাবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সময় টিভির জীতেন বড়ুয়া, এটিএন নিউজ, এটিএন বাংলা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু দাউদ, দেশ টিভি ও বাংলা নিউজের খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তসহ জেলা সদরের বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন।
সেই মামলায় গত শুক্রবার শহরের মিলনপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে খাগড়াছড়িতে মুক্ত সাংবাদিকতা স্বার্থে প্রদীপ চৌধুরীর মুক্তিসহ সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় সংবাদ মাধ্যমের উপরে অন্যায় নির্যাতন,হস্তক্ষেপসহ মানবাধিকার লগ্নের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানান বক্তারা।
বিবার্তা/মামুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]